নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল109 (সকল অপারেটর থেকে) 10921 (জিপি ও বাংলালিংক বাদে) ( টোল ফ্রি )নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে গড়ে উঠেছে “নারী ও শিশু বিষয়ক হেল্পলাইন” কলসেন্টারটি যার নাম্বার দু'টি হলো 109 (সকল অপারেটর থেকে), 10921 (জিপি ও বাংলালিংক বাদে)। ২০১২ সালের ১৯ জুন থেকে এর সেবা চালু হয়েছ। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল কর্মসূচির আওতায় এই নম্বর দু'টি চালু করা হয়েছে। এই দুটি নাম্বারে ডায়াল করে যদি কোনো বিপন্ন নারী জরুরি সাহায্য চান, তাহলে তৎক্ষণাৎ ঘটনাস্থলের জরুরি খবর স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট এনজিও সংগঠন-এই চার জায়গায় একই সঙ্গে পাঠানো হয়ে থাকে। এটি টোল ফ্রি। এখানে ফোন দিলে কোন টাকা কাটা যাবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস